আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে চতুর্থ দিনের মাঝামাঝি এসে দারুণ অবস্থানে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে লিড নিয়ে গেছে ৫০০ রানের কাছাকাছি। ব্যাট হাতে উজ্জ্বল দুই অভিজ্ঞ—সেঞ্চুরির পথে দৃঢ় পায়ে এগোচ্ছেন মমিনুল হক, আর ফিফটি ছুঁতে মাত্র কয়েক রান দূরে মুশফিকুর রহিম।
১১১ বলে ৯ চার মেরে ৭৯ রানে অপরাজিত রয়েছেন মমিনুল। অন্য প্রান্তে ৭০ বলে ১ ছক্কা ও ১ চারে ৪৪ রানে অপরাজিত মুশফিক। দুজন মিলে গড়েছেন ১০৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। অবশ্য মুশফিক ১৬ রানে জীবন পেয়েছিলেন, তিনি প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন।
দিনের শুরুটা ভালো হয়নি। আগের দিন ৬৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম মাত্র ৯ রান যোগ করেই এলবিডব্লিউ হন ম্যাকব্রাইনের বলে। কিছুক্ষণ পরই মাত্র ১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক শান্ত। এরপর আর উইকেটের পতন হতে না দিয়ে ইনিংসকে稳ভাবে টেনে নিয়ে যান মমিনুল-মুশফিক।
এর আগে মাহমুদুল হাসান জয় ৬ চারে ৬০ রানে আউট হন। সব মিলিয়ে বাংলাদেশের লিড এখন ৪৯১ রান। প্রথম ইনিংসে লিটন দাস ও মুশফিকের সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড থেমেছিল ২৬৫ রানে।
সিরিজ জিতে নিতে এখন সময়ের অপেক্ষা মাত্র। তবুও ব্যক্তিগত মাইলফলক সামনে থাকায় আরও কিছুক্ষণ ব্যাট করতে পারে বাংলাদেশ। উল্লেখ্য, প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জিতে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে আছে টাইগাররা।