বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মতবিরোধ থাকা স্বত্ত্বেও সেগুলো যেন বড় মতবিভেদে না রূপ নেয়, তা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।
তারেক রহমান দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের ওপর গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দেশ মতবিরোধের খারাপ দৃষ্টান্ত দেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্রের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চেয়ারম্যান আরও বলেন, যদি কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়ন না করা যায়, তবে দেশের অর্জনগুলো সহজেই ধ্বংস হতে পারে। তিনি বিএনপি বিজয়ী হলে নারী, কৃষক, প্রবাসী ও তরুণসহ সকল নাগরিকের জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে তারেক রহমান সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.