রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেলের বিস্ফোরণে সিয়াম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটনের এজি চার্চ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম পেশায় ডেকোরেটর দোকানের কর্মচারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় স্বাভাবিকভাবে মানুষজন চলাচল করছিল। হঠাৎ ফ্লাইওভার থেকে একটি ককটেল ছোড়া হলে তা নিচে এসে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তার বাবা ও মামা। স্বজনদের কান্নায় সেখানে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।