1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

মক্কা-মদিনার আকাশে বছরের প্রথম সুপারমুন, দেখা যাবে বাংলাদেশ থেকেও

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

বছরের প্রথম সুপারমুন আজ শনিবার (৩ জানুয়ারি) রাতে পবিত্র নগরী মক্কা ও মদিনার আকাশে দেখা যাবে। মসজিদুল হারাম ও মসজিদে নববির মিনারঘেরা আকাশে বিশাল ও উজ্জ্বল চাঁদের এই দৃশ্য হবে এক অনন্য ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও এই সুপারমুন উপভোগ করা যাবে।

চাঁদ যখন পৃথিবীর চারদিকে আবর্তনের সময় সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসে এবং সেই সময় পূর্ণিমা ঘটে, তখন তাকে সুপারমুন বলা হয়। চাঁদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার হওয়ায় কিছু সময় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে। এ কারণেই আজকের পূর্ণিমার চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।

জানুয়ারি মাসের প্রথম পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ বলা হয়। প্রাচীন ইউরোপ ও উত্তর আমেরিকায় এই সময়ে তীব্র শীতের মধ্যে লোকালয়ের বাইরে নেকড়ের ডাক শোনা যেত। সেই লোককথা ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই এই নামের উৎপত্তি।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই সুপারমুন স্পষ্টভাবে দেখা যাবে। বিশেষ করে খোলা জায়গা ও কম আলোযুক্ত এলাকায় চাঁদের উজ্জ্বলতা আরও বেশি অনুভূত হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss