ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে প্রচারণা কার্যক্রম শুরু করেছে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।
সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ১০টি ভোটের গাড়ির যাত্রা উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য সামনে রেখেই যাত্রা শুরু করেছে ‘সুপার ক্যারাভান’।
তিনি জানান, এসব গাড়ি দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে সাধারণ মানুষের কাছে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ভোটাধিকার কোনো দয়ার বিষয় নয়—এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
তিনি বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, আপনাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের নতুন বাংলাদেশ।







