ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়ে সচেতন শিক্ষার্থীদের আস্থার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গণতন্ত্রের নজির স্থাপনের আহ্বান সাদিক কায়েম বলেন,
“আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, তাহলে ঢাবি থেকেই গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে। ডাকসু নির্বাচন শুরুর পর থেকেই আমরা সেই নজির দেখাচ্ছি। আজকের দিনেও প্রত্যেক প্রার্থী ও ছাত্র সংগঠনের দায়িত্বশীল আচরণ জরুরি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বার্তা তিনি আরও বলেন,
“এই নির্বাচনের দিকে পুরো দেশ তাকিয়ে আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
শিক্ষার্থীদের আস্থার প্রত্যাশা
সাদিক কায়েম দাবি করেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা শুরুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। “আমরা বিশ্বাস করি, ঢাবির সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃত্বকে সমর্থন করবে। শিক্ষার্থীদের কণ্ঠই আমাদের কণ্ঠ, তাদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা।”
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগও করেন তিনি। সাদিক বলেন, “প্রশাসন জানিয়েছিল ১০০ গজের মধ্যে কোনো ডেস্ক বসানো যাবে না, কোনো স্লিপ বিতরণ করা যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখেছি ছাত্রদলের কয়েকজন প্রার্থী নিয়ম ভেঙে ডেস্ক বসিয়েছে। প্রশাসনকে বলবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”
Leave a Reply