ভাষা সৈনিক ও কবি আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল সর্বস্তরের মানুষের। শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নেতারা বলেন, দেশের জন্য আহমদ রফিকের অবদান অনন্য, তার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়—যেখানে মরণোত্তর দেহ দান করে গেছেন তিনি।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল রোগে ভুগে গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি অর্ধশতাধিক গ্রন্থ রচনা করেছেন এবং পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ নানা সম্মাননা।
Leave a Reply