আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসি ২০২৬ ফিফা বিশ্বকাপ শিরোপা রক্ষার আগে তিন দিনের ‘গোট (GOAT)’ সফরে ভারতে এসেছেন। তবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে নির্ধারিত ৪৫ মিনিটের উপস্থিতি মাত্র ২০ মিনিটে সীমিত থাকায় ক্ষুব্ধ ভক্তরা বোতল ছুড়ে মারেন, স্টেডিয়ামের আসন ভাঙচুর করেন এবং মাঠে ঢুকে পড়েন।

অনুষ্ঠানের টিকিটের দাম ছিল প্রায় ৩,৫০০ রুপি (প্রায় ৩৮.৬৫ ডলার) থেকে শুরু—যা ভারতের গড় সাপ্তাহিক আয়ের অর্ধেকেরও বেশি। এক ভক্ত জানান, তিনি ১৩০ ডলার পর্যন্ত খরচ করেছেন।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমার জানান, ইভেন্টের প্রধান আয়োজক সাটাদ্রু দত্তকে পুলিশ আটক করেছে। তিনি বলেন, “আমরা মূল আয়োজককে আটক করেছি। এই অব্যবস্থাপনার শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” কুমার আরও জানান, আয়োজক লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন—বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মেসির কাছে ক্ষমা চান। তিনি লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত।” তিনি জানান, ঘটনার বিস্তারিত তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে একটি কমিটি গঠন করা হবে।
মেসির তিন দিনের ‘GOAT (Greatest of All Time) India Tour’-এ কলকাতা ছাড়াও হায়দরাবাদ ও মুম্বাই হয়ে সোমবার দিল্লিতে সফর শেষ হওয়ার কথা। সফরে তার সঙ্গে আছেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পল।
এর আগে শনিবার মেসি ভার্চুয়ালি কলকাতায় নিজের ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার একটি মূর্তি উন্মোচন করেন।

একসময় সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার ভারতকে ফুটবলের ‘ঘুমন্ত দৈত্য’ বললেও, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ফুটবল নানা সংকটে পড়েছে। ভারতের শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফেডারেশন ও বাণিজ্যিক অংশীদারের বিরোধে ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। এর জেরে বেঙ্গালুরু এফসি তাদের প্রথম দলের খেলোয়াড় ও স্টাফদের বেতন দেওয়া বন্ধ করেছে।
আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে মেসি ও আর্জেন্টিনা দল শিরোপা রক্ষায় নামবে।
Leave a Reply
You must be logged in to post a comment.