ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনাকে সামনে রেখে ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে কথা বলেন বুলবুল। তিনি বলেন, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকেই যদি যথাযথ নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে পুরো জাতীয় দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—এ নিয়ে বিসিবি গভীরভাবে উদ্বিগ্ন।
বিসিবি সভাপতি বলেন, ‘মোস্তাফিজ একজন খেলোয়াড়। তাকেই নিরাপত্তা দিতে সমস্যা হওয়ায় তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ বিশ্বকাপে গেলে শুধু খেলোয়াড় নয়—আমাদের সাংবাদিক, স্পন্সর ও বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমীও সেখানে উপস্থিত থাকবেন। এটি অনেক বড় একটি বিষয়।’
তিনি জানান, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং বিপিএলও চলছে। তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি মাঠের বাইরের নিরাপত্তাও বিসিবির কাছে সমান গুরুত্বপূর্ণ।
বুলবুল বলেন, ‘খেলোয়াড়দের বাইরেও একটি বড় জনগোষ্ঠী আছে—সাংবাদিক, কর্মকর্তা, সমর্থকরা। সবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু বোর্ডের পক্ষে সম্ভব নয়। সে কারণেই আমরা সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছি।’
তিনি আরও জানান, যেকোনো বিদেশ সফরের আগে সরকারের অনুমতি প্রয়োজন হয়। সেই প্রেক্ষিতেই বিসিবি সরকারের অবস্থান জানতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে।
নিজেদের দাবিতে অটল থাকার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘নিরাপত্তার উন্নতি না হলে আমরা আমাদের অধিকারের জন্য ফাইট করে যাবো। আইসিসি একটি বৈশ্বিক সংস্থা—আমরা তাদের কাছে আমাদের কারণগুলো ব্যাখ্যা করবো।’
এ সময় অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তানে যায়নি। পাকিস্তানও একাধিক বিশ্বকাপে ভারতে খেলতে যায়নি। আমরাও আশা করছি আইসিসির কাছ থেকে একটি ন্যায্য ও বাস্তবসম্মত সিদ্ধান্ত পাবো।’
Leave a Reply
You must be logged in to post a comment.