নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করেছে, তখন ভারতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, দুর্নীতি, একনায়কতন্ত্র ও স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, তা ভারতেও ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতে সহিংসতা হয়নি কারণ এখানকার মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাস করে।
রাউত বলেন, “মোদিজি, আপনি গান্ধীকে যতই অপমান করুন না কেন, তাঁর আদর্শের কারণেই আজ আপনার সরকার টিকে আছে।” তিনি দাবি করেন, গান্ধীর আদর্শ না থাকলে নেপালের মতো আন্দোলন ভারতের ভেতরেও জ্বলে উঠতে পারত।
শিবসেনা এই নেতার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, যা প্রমাণ করে দেশে এখনও দারিদ্র্য বিরাজমান। তিনি আরও অভিযোগ করেন, ভারতের টাকা বিদেশে পাচার হচ্ছে, কেউ দুবাই বা সিঙ্গাপুরে ব্যবসা করছে, আবার কেউ ক্রিকেট বোর্ডে উচ্চপদে বসছে।
সঞ্জয় রাউত ভারতের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন। তাঁর ভাষ্য, একসময় নেপাল ভারতকে বড় ভাই হিসেবে দেখত। কিন্তু যখন নেপাল সংকটে পড়েছিল, তখন ভারত সাহায্যের হাত বাড়ায়নি। তিনি বলেন, “এটা ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। দেশের তরুণরা সবকিছু চুপচাপ দেখছে, অথচ বেকারত্ব ও নানা সংকট প্রকট হয়ে উঠছে।”
Leave a Reply