1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ভারতে খেলতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির ৩ শঙ্কা, মোস্তাফিজকে দলে নিলে বাড়তে পারে ঝুঁকি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে একাধিক শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ।

সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো চিঠিতে তিনটি নির্দিষ্ট কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্রথমত, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাফেরা করেন।
এবং তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, ততই দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা দলের এই মূল্যায়ন সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, বর্তমান প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো নিরাপদ পরিস্থিতি নেই।

তিনি আরও বলেন, “আইসিসি যদি মনে করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব, আমাদের সমর্থকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, কিংবা ক্রিকেট খেলার জন্য দেশের জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে— তাহলে এর চেয়ে অবাস্তব, অযৌক্তিক ও উদ্ভট প্রত্যাশা আর হতে পারে না।”

ক্রিকেটের নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “ক্রিকেট খেলার ওপর কারো একচেটিয়া নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্ট বা খেলায় অংশগ্রহণের ভাগ্য নির্ধারণ করা যায় না।”

আসিফ নজরুল আরও জানান, আইসিসি যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং যদি তারা কোনো নির্দিষ্ট দেশের প্রভাবমুক্ত সিদ্ধান্ত নিতে চায়, তাহলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সুযোগ দেওয়া উচিত।

তিনি স্পষ্ট করে বলেন, “এই প্রশ্নে আমরা কোনো ধরনের নতি স্বীকার করব না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss