ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হলে তবেই বাংলাদেশ অংশ নেবে—এমন অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টি উদ্বেগজনক। তার ভাষায়, “একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে একটি পুরো ক্রিকেট দল কিংবা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হব?”
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই বাস্তবতায় বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ভারতের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজকে আইপিএলে খেলানোর সুযোগ দেওয়া সম্ভব হয়নি।
তবে এ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে—বিশ্বকাপ চলাকালে বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি বিপুলসংখ্যক সাংবাদিক ও দর্শক ভারতে গেলে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে।
কূটনৈতিক ও ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ভারত আয়োজিত বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ এবং অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.