যুক্তরাষ্ট্রের বাইরে, বিশেষ করে ভারতে উৎপাদিত আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (২৩ মে) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।
ট্রাম্প সাফ জানিয়ে দেন,
“আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছিলাম—যেসব আইফোন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে, সেগুলো যুক্তরাষ্ট্রেই তৈরি হতে হবে। ভারতে কিংবা অন্য কোনো দেশে তৈরি হলে অ্যাপলকে ২৫% শুল্ক গুনতে হবে।”
ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারমূল্য ২.৬ শতাংশ পড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য এক ধাক্কায় ৭০ বিলিয়ন ডলার কমে যায় এবং দীর্ঘ সময় পর তাদের মোট মূল্য ৩ ট্রিলিয়নের নিচে নেমে আসে।
শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প জানান, শুধু অ্যাপল নয়, স্যামসাংসহ যেকোনো স্মার্টফোন নির্মাতা যারা যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদন করে, তাদের ওপরও একই হারে শুল্ক আরোপ করা হবে।
তিনি বলেন,
“এটি ন্যায্য নয় যে, তারা বাইরে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে বিক্রি করবে। যদি তারা এখানে (যুক্তরাষ্ট্রে) কারখানা স্থাপন করে, তবে কোনো শুল্ক দিতে হবে না। তাদের এখানেই উৎপাদন করতে হবে।”
গত পাঁচ বছরে অ্যাপলের উৎপাদন ব্যবস্থায় উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে ভারত। ২০২৪ অর্থবছরে দেশটি থেকে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০% বেশি।
বিশ্লেষকদের মতে, চীনের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনা অ্যাপলকে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজে নিতে বাধ্য করে। এই প্রেক্ষাপটেই ভারতকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
ট্রাম্পের এই হুঁশিয়ারি ২০২4 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর তাঁর প্রত্যাবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে এটি যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং খাত পুনরুজ্জীবনের বার্তা, অন্যদিকে বিশ্বব্যাপী সরবরাহ-চেইনের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
Leave a Reply