ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এত বড় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি সরকার কোনোভাবেই চায় না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আলাদা করে দেখতে হবে। রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক ও স্পর্শকাতর হলেও অর্থনৈতিক দিক থেকে বাস্তবতা ভিন্ন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারত বাদ দিয়ে ভিয়েতনাম থেকে চাল আমদানি করতে গেলে ব্যয় অনেক বেশি পড়বে।
তিনি আরও বলেন, বর্তমানে যেসব ভারতবিরোধী বক্তব্য শোনা যাচ্ছে, সেগুলো রাজনৈতিক বক্তব্য—এর সঙ্গে সরকারের অবস্থানের কোনো সম্পর্ক নেই। এসব বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলছে। তবে এখন পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করার ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের প্ররোচনায় সরকার পা দেবে না।