ভারতের সঙ্গে বৈঠক ও যোগাযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে দেওয়া ওই পোস্টে জামায়াত আমির জানান, গত ৩১ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক তার কাছে জানতে চান—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা কিংবা বৈঠক হয় কি না।
ডা. শফিকুর রহমান লেখেন, সাক্ষাৎকারে তিনি জানান যে বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশি-বিদেশি অনেক ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও তার বাসায় সৌজন্য সাক্ষাতে আসেন।
তিনি আরও বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও স্বাভাবিক আলাপ হয়েছে। তবে বিষয়টি কোনো গোপন বৈঠক ছিল না।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, সাক্ষাতের সময় তিনি ভারতীয় কূটনীতিকদের জানান—যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের বিষয়ে আগেই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের বিষয়টিও প্রকাশ করতে চান তারা। কিন্তু তখন ভারতীয় কূটনীতিকরা এটি প্রকাশ না করার অনুরোধ করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, তিনি তাদের স্পষ্টভাবে জানিয়েছেন—পরবর্তীতে যদি দুদেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক অনুষ্ঠিত হয়, সেটি অবশ্যই প্রকাশ্যে জানানো হবে। এতে গোপনীয়তার কিছু নেই।
এদিকে কিছু দেশীয় গণমাধ্যমে ‘ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.