এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লিটন দাসের দলকে এই ম্যাচে লড়তে হবে সেরাটা দিয়ে। এর আগে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতকে হারানো অসম্ভব নয়।
মাঞ্জরেকারের মতে, বর্তমান ফর্মে বাংলাদেশ এই টুর্নামেন্টে দ্বিতীয় সেরা দল। তিনি বলেন,
ভারতের দুর্বলতা: বোলিং কিছুটা অনিশ্চিত, বিশেষ করে পেস বিভাগ। চাপের মুখে পড়লে ভেঙে পড়তে পারে।
ভারতের শক্তি: স্পিন আক্রমণ খুবই শক্তিশালী, কুলদ্বীপ-বরুণদের সামলাতে হবে সতর্কতার সঙ্গে। ব্যাটিং লাইনআপও শক্তিশালী, তাই বোলারদের স্ট্যাম্প-টু-স্ট্যাম্প বল করতে হবে।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশের উচিত হবে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলদের মতো মিডল-অর্ডার অলরাউন্ডারদের টার্গেট করা এবং পেসারদের ওপর চড়াও হওয়া। এটাই ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর কার্যকর কৌশল হতে পারে।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের শুরুটা দারুণ করেছে। হাতে আছে আরও দুটি ম্যাচ—ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এর মধ্যে একটি ম্যাচে জয় পেলে ফাইনালের পথ প্রায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের জন্য।
ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
Leave a Reply