ভারতের রাজস্থানে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন নিহত এবং ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলমির থেকে যোধপুর যাওয়ার পথে হাইওয়েতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি চলছিল। হঠাৎ মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চালক রাস্তার একপাশে থামানোর সঙ্গে সঙ্গেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।