উচ্চমাত্রার সামরিক উত্তেজনার মধ্যে ভারতের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামের এক সামরিক অভিযানে ভারতের পাঞ্জাব রাজ্যের জালন্ধর জেলার আদমপুরে অবস্থিত এই প্রতিরক্ষা কাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইসলামাবাদ জানায়।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, অভিযানে একাধিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে এবং তারা একের পর এক সাফল্য অর্জন করছে। দাবি করা হয়েছে, ওই হামলার পাশাপাশি বিজেপির ওয়েবসাইট ও ডিজিটাল নেটওয়ার্কেও সাইবার আঘাত হানা হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়া থেকে কেনা ভারতের এস-৪০০ ট্রায়াম্ফ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের একটি আধুনিক ও জটিল প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হয়, যার প্রতিটি ইউনিটের দাম প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দীর্ঘপাল্লার শত্রু বিমান ও মিসাইল শনাক্ত ও ধ্বংসে সক্ষম।
তবে পাকিস্তানের এই দাবির সত্যতা এখন পর্যন্ত স্বাধীন কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি এখনো বিষয়টির প্রমাণ উপস্থাপন করতে পারেনি, আর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
এর আগে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ভেতরে কয়েকটি স্থানে আঘাত হেনেছে এবং দুটি বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে। এসব দাবি ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও চড়েছে।
Leave a Reply