নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয় হাতছাড়া বাংলাদেশের। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় এক বিতর্কিত সিদ্ধান্তে। ইংল্যান্ডের ব্যাটার হেদার নাইটকে দুইবার আউট দেওয়া হলেও ভারতীয় টিভি আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান দু’বারই সেটি বাতিল করেন।
প্রথমবার জ্যোতির হাতে ক্যাচ নেওয়ার পর নাইটকে আউট ঘোষণা করা হলেও তৃতীয় আম্পায়ার পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় সিদ্ধান্ত বদলে দেন। এরপর আবারও স্বর্ণা আক্তারের হাতে ক্যাচ উঠলে একই যুক্তিতে আউট না দেন গায়ত্রী।
আইসিসির নিয়ম অনুযায়ী অনিশ্চয়তা থাকলে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখার কথা। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করেই সিদ্ধান্ত বদলে দেওয়া হয়। শেষ পর্যন্ত ৭৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথে নিয়ে যান নাইট।
বাংলাদেশ ১৭৮ রানে গুটিয়ে গেলেও ইংল্যান্ড ৪ উইকেট হাতে রেখে জয় পায়।
Leave a Reply