রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করার পরও শেষ পর্যন্ত ভারত আলোচনার টেবিলে ফিরবে এবং যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে—এমন মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি দাবি করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই নয়াদিল্লি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে চাইবে।
সাক্ষাৎকারে লুটনিক সতর্ক করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের মার্কিন বাজারে পণ্য রফতানির জন্য ৫০ শতাংশ শুল্ক গুনতে হবে। তার মতে, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক না কেন, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন, “দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি।” সেই পোস্টে তিনি এসসিও সম্মেলনে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদির একসঙ্গে থাকা একটি ছবিও যুক্ত করেন। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্পের সেই মন্তব্যের পরই কড়া অবস্থান নেন বাণিজ্যমন্ত্রী লুটনিক। তিনি বলেন, ভারত তাদের বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না এবং ব্রিকস থেকেও সরে আসবে না। তাই নয়াদিল্লিকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে—চীন ও রাশিয়ার সঙ্গে যাবে, নাকি ডলারের পক্ষে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও তাদের সবচেয়ে বড় ক্রেতার পাশে থাকবে। অন্যথায়, ভারতকে উচ্চ শুল্কের জন্য প্রস্তুত থাকতে হবে।
Leave a Reply