মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।রোববার (১২ অক্টোবর) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বর্তমানে এমআইএসটি ১৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।