বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে খুব শিগগিরই দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের পরই দেশে ফেরার বিষয়ে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। অবস্থা অপরিবর্তিত থাকলে তিনি দ্রুতই দেশে ফিরবেন।’
এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ (ট্রাভেল পাস) আসেনি। তিনি জানান, অনুরোধ এলেই সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে, পাশাপাশি খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেই ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে—তবে সিদ্ধান্ত পুরোপুরি পরিবার ও দলের।
দীর্ঘ সময় ধরে বিভিন্ন জটিল রোগে ভোগছেন খালেদা জিয়া। করোনার পর ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়। এরপর চিকিৎসার প্রয়োজনে তিনি লন্ডন যান এবং দেশে ফেরার পর নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন এভারকেয়ার হাসপাতালে। সর্বশেষ ২৩ নভেম্বর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি দুই বছরেরও বেশি সময় কারাবন্দি ছিলেন। গণ–অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট তিনি মুক্তি পান।
Leave a Reply
You must be logged in to post a comment.