বিত্র কাবা শরিফের অভ্যন্তরীণ অংশ ধৌত করার ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ (১৫ মহররম ১৪৪৭ হিজরি) অনুষ্ঠিত হবে। সৌদি আরবের ঐতিহ্যবাহী এই আধ্যাত্মিক আয়োজনে অংশ নেবেন মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, সম্মানিত আলেম ও আন্তর্জাতিক অতিথিরা।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানায়, জামজম পানি, মিশরীয় গোলাপজল এবং সুগন্ধি ‘উদ’-এর বিশেষ মিশ্রণ দিয়ে কাবা শরিফের অভ্যন্তরীণ দেয়াল ধৌত করা হবে। কাবা শরিফের এই পরিচ্ছন্নতা অনুষ্ঠান শুধু সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে নয়, বরং মুসলমানদের হৃদয়ে এই পবিত্র গৃহের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আধ্যাত্মিক সংযোগের প্রতীক।
দুই পবিত্র মসজিদের খাদেম (Custodian of the Two Holy Mosques) কিংবা তার মনোনীত প্রতিনিধি এই ঐতিহাসিক অনুষ্ঠানে নেতৃত্ব দেন। সাধারণত বছরে দুইবার এ ধরনের গোসলের আয়োজন করা হয়—একবার রমজান শুরুর আগে, আরেকবার হজের পর মহররম মাসে।
যদিও সরাসরি উপস্থিত থাকার সুযোগ সীমিত পরিসরে বিশেষ আমন্ত্রিতদের জন্য নির্ধারিত, তবে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এই দিনটি গভীর আবেগ ও আত্মিক একতাবোধের উপলক্ষ হয়ে দাঁড়ায়, যখন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
Leave a Reply