বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতিতে স্বর্ণের দাম ইতিহাসের নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্ল্যাটিনামের দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৪৯২.৫১ ডলারে। লেনদেনের শুরুতে দাম বেড়ে রেকর্ড ৪,৫২৫.১৯ ডলার পর্যন্ত ওঠে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৩ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৪,৫২০.৬০ ডলারে পৌঁছেছে।
এদিন রুপার দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২.২৭ ডলারে দাঁড়ায়, যা আগেই ৭২.৭০ ডলার ছুঁয়ে সর্বকালের রেকর্ড গড়েছিল। প্ল্যাটিনামের দাম ৩.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ২,৩৫১.০৫ ডলারে, যা সেশনের মধ্যে ২,৩৭৭.৫০ ডলার পর্যন্ত উঠেছিল। প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১,৮৯৭.১১ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয় এবং ডলারের দুর্বলতা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে স্বর্ণ এখন সার্বভৌম ঝুঁকিমুক্ত নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তার মতে, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের দিকে যেতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। একই সময়ে রুপার দাম বেড়েছে ১৫০ শতাংশেরও বেশি।