উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গোলের বন্যা বইয়ে দিয়েছে স্পেন ও বেলজিয়াম। তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন, একই ব্যবধানে কাজাখস্তানকে হারিয়েছে বেলজিয়াম। শেষ কয়েক ম্যাচে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখা দুই দলই এবারও একাধিক গোলের উৎসব করেছে।
স্পেনের ম্যাচটি অনুষ্ঠিত হয় তুরস্কের তর্কু অ্যারেনায়। মাত্র ৬ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। এরপর হ্যাটট্রিক করেন মিকেল মেরিনো—২২ মিনিটে প্রথম গোল, প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল এবং ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফেরান তোরেস ৫৩ মিনিটে ও পেদ্রি ৬২ মিনিটে গোল করলে ৬-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে স্পেন। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে এখন তারা।
অন্যদিকে, বেলজিয়ামও দেখিয়েছে গোলের ঝড়। কাজাখস্তানের বিপক্ষে কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডকুও করেছেন জোড়া গোল। একটি করে গোল করেন নিকোলাস রাসকিন ও থমাস মুনিয়ের। আগের ম্যাচে লিচেস্টেইনকে একই ব্যবধানে হারানো দলটি ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে উত্তর মেসিডোনিয়া।
এদিন স্বস্তি ফিরেছে জার্মান শিবিরেও। হুলিয়ান নাগেলসম্যানের দল নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচের হার কাটিয়েছে। এর আগে তারা পর্তুগাল, ফ্রান্স ও স্লোভাকিয়ার কাছে হেরে সমালোচনার মুখে পড়েছিল।
Leave a Reply