বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে—ভারত থেকে ম্যাচ সরানোর যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছে ক্রিকইনফো।
ক্রিকইনফোর দাবি অনুযায়ী, বৈঠকে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশ দল যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে বলেও সতর্ক করেছে আইসিসি।
তবে এ বিষয়ে আইসিসি কিংবা বিসিবি—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বিসিবি সূত্রে আরশীনগর টেলিভিশনকে জানানো হয়েছে, ম্যাচ স্থানান্তরের বিষয়ে আইসিসিতে পাঠানো ই-মেইলের কোনো জবাব তারা এখনো পায়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.