এক মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ–২০২৬ নিয়ে ভারতের নিরাপত্তা পরিস্থিতি ও ক্রিকেটারদের মর্যাদা প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, “বিশ্বকাপ খেলতে চাই, তবে জাতির অবমাননার বিনিময়ে নয়।”
আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপ ও হুমকির মুখে বিসিসিআইয়ের হস্তক্ষেপে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার পরপরই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে বিসিবি।
ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারও কড়া অবস্থান নেয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
এরই মধ্যে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বিসিবির অনুরোধ আইসিসি গ্রহণ করছে না। বরং ভারতেই খেলতে বাধ্য করা হচ্ছে বাংলাদেশকে; এমনকি না গেলে পয়েন্ট কেটে নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
তবে এসব দাবি সরাসরি নাকচ করেছে বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
“অসম্মানের বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না। নিরাপত্তা ইস্যুই এখানে মুখ্য। বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলার মতো পরিবেশ নেই। ক্রিকেটারদের মর্যাদা নিয়ে কোনো আপস হবে না। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই।”
তিনি আরও জানান, আইসিসির সঙ্গে আলোচনার পথেই সমাধান চায় বাংলাদেশ। প্রয়োজনে সংস্থাটিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
বুধবার (৭ জানুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির সঙ্গে যোগাযোগের পর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
আইসিসি বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে।
একই সঙ্গে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনের দাবি উড়িয়ে দিয়ে বিসিবি জানায়,
“আলটিমেটাম দেওয়া হয়েছে—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বক্তব্যের সঙ্গে এসব প্রতিবেদনের কোনো মিল নেই।”
সব মিলিয়ে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ অবস্থানে অনড়—নিরাপত্তা ও জাতীয় মর্যাদা নিশ্চিত না হলে কোনো সিদ্ধান্ত নয়।
Leave a Reply
You must be logged in to post a comment.