বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বাদ পড়েছেন—এমন গুঞ্জনের জবাব দিয়েছেন ভারতীয় জনপ্রিয় উপস্থাপক রিধিমা পাঠক। তিনি দাবি করেছেন, বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়নি; বরং তিনি নিজেই স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রিধিমা পাঠক লেখেন,
‘গত কয়েক ঘণ্টায় এমন একটি গল্প ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে “বাদ” দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশই সবার আগে—সব সময়।’
Instagram-এ এই পোস্টটি দেখুন
তিনি আরও লেখেন,
‘কোনো একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাটাকে আমি অনেক বেশি মূল্য দিই। সততা, সম্মান ও আবেগ নিয়ে বহু বছর ধরে এই খেলাটির সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে। আমি সবসময় নৈতিকতা, স্বচ্ছতা ও ক্রিকেটের মূল্যবোধের পক্ষে থাকব।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উপস্থাপক বলেন,
‘যাঁরা সমর্থন জানিয়ে যোগাযোগ করেছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনাদের বার্তাগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রিকেট সত্যটাই প্রাপ্য। এ বিষয়ে এটুকুই।’
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। এ প্রেক্ষাপটে ক্রিকেট অঙ্গনেও নানা সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্ত দেখা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচারে দেশীয় অপারেটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইসঙ্গে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অপারগতা জানিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন করেছে বিসিবি।
এই সামগ্রিক পরিস্থিতির মধ্যেই বিপিএলের উপস্থাপনা নিয়ে রিধিমা পাঠককে ঘিরে আলোচনা তৈরি হয়, যার বিষয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.