আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ অংশ নিতে এবার মোট পাঁচটি দল মাঠে নামবে। বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলগুলোর নাম ও ফ্র্যাঞ্চাইজির মালিকানা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলগুলোর নাম
এবারের বিপিএলে অংশ নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। যাচাই-বাছাই শেষে প্রথম দফায় বাদ যায় তিনটি প্রতিষ্ঠান, পরবর্তী ধাপে বাদ পড়ে আরও তিনটি। শেষ পর্যন্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত অনুমোদন পায়।
মালিকানার তালিকা অনুযায়ী:
ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস
রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ (নতুন ফ্র্যাঞ্চাইজি)
সিলেট টাইটান্স: ক্রিকেট উইথ সামি
চট্টগ্রাম রয়্যালস: ট্রায়াঙ্গেল সার্ভিসেস
ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে এবার বেশ কঠোর মানদণ্ড প্রয়োগ করেছে বিসিবি। দল নিতে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে দুই কোটি টাকার ব্যাংক ড্রাফট, এবং ফ্র্যাঞ্চাইজি অনুমোদনের পাঁচ দিনের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে বলা হয়েছে।
এছাড়া, প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্থিতিশীলতা, ক্রিকেটে আগ্রহ ও পূর্ব অভিজ্ঞতা বিবেচনা করে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দেয়া হয়েছে।
ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। এবারের বিপিএলের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে আইপিএল আয়োজনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি। তবে সময় স্বল্পতার কারণে এবারের আসরে খুব বেশি চাকচিক্য বা প্রযুক্তিগত আধুনিকতা আশা করা যাচ্ছে না বলে জানিয়েছে বিসিবি।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি মাথায় রেখে মাত্র ২৯ দিনের সংক্ষিপ্ত সূচি তৈরি করা হয়েছে।