বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বকেয়া অর্থ ও ব্যয়ের হিসাব নিয়ে চলমান বিরোধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদানি গ্রুপের এক মুখপাত্র বলেন,
“কিছু ব্যয়ের হিসাব ও বিল প্রদানের পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে আমরা চাই দ্রুত ও পারস্পরিকভাবে লাভজনক সমাধান।”
অন্যদিকে, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান রয়টার্সকে জানান,
“বর্তমানে আলোচনা চলছে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সালিশের পথেও যেতে পারি।”
২০১৭ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-কে বিদ্যুৎ সরবরাহ করছে।
বর্তমানে এই সরবরাহ দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করছে।
তবে বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব এবং ব্যয়ের পার্থক্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে।
বিরোধ মেটাতে যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তবে বিষয়টি আন্তর্জাতিক সালিশ আদালতে গড়াতে পারে।
এর ফলে বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সহযোগিতা নতুন এক পরীক্ষার মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তারা মনে করছেন, সালিশে গেলে এটি হবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির, বিশেষ করে বৈদেশিক বেসরকারি বিনিয়োগ ও জ্বালানি খাতে চুক্তিগত স্বচ্ছতা নিয়ে ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে।