বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়ার পর অবশেষে বাংলাদেশের দর্শকের সামনে আসছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। পরিচালক মাকসুদ হোসাইন ছবিটিতে সংগ্রামের গল্প তুলে ধরেছেন। এটি মেহজাবীনের প্রথম সিনেমা, যদিও দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ তার আগে মুক্তি পেয়েছে।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মুক্তির খবর জানান। তিনি লিখেছেন, “স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।”
মেহজাবীনের পোস্টে ভক্ত ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। পরে তিনি ভক্তদের কাছ থেকে মতামত চাইতে লিখেছেন, সিনেমার মুক্তি ২৬ সেপ্টেম্বর হবে নাকি ৩ অক্টোবর। ধারণা করা হচ্ছে, এই দুই তারিখের মধ্যে যেকোনো একটিতে ‘সাবা’ মুক্তি পেতে পারে।