ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির এক নেতা ও এক কলামিস্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলার আসামিরা হলেন— বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক (মারুফ)।
অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে জনবিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির প্ররোচনার অভিযোগ তোলা হয়। একই সঙ্গে তিনি আমার দেশ কর্তৃপক্ষ তথা বাদী মাহমুদুর রহমানকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে আক্রমণের অংশীদার হিসেবে উপস্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, ওই পোস্টটি ছিল মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
এ ছাড়া মারুফ মল্লিকের সঙ্গে যোগসাজশে এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) ওই লেখার সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়ে তথাকথিত যৌক্তিক প্রশ্ন তুলে তা আরও ছড়িয়ে দেন বলেও অভিযোগ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.