পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। এই বক্তব্যের জেরেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হয়েছেন দলের প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবির। আর বহিষ্কারের পর পাল্টা লড়াইয়ের ঘোষণা দিয়ে নতুন দল গঠনের কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণ এবং ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন হুমায়ুন কবির। তাঁর এই ঘোষণাই রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
তৃণমূল কংগ্রেসসহ রাজনৈতিক মহল অভিযোগ তোলে—এটি “সাম্প্রদায়িক উসকানি” এবং বিজেপির রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ তৈরি করে দেবে।
বিতর্ক বাড়তে থাকায় তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে সাময়িকভাবে বহিষ্কার করে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন—
“বাবরি মসজিদ ভাঙা ছিল ভারতের ইতিহাসের কালো অধ্যায়। এ ধরনের বক্তব্য বা উসকানি তৃণমূল কোনোভাবেই সমর্থন করে না।”
দল থেকে বাদ পড়ার পর হুমায়ুন কবির বলেন,
তিনি তৃণমূলকে স্থায়ীভাবে ছেড়ে দিচ্ছেন এবং ২২ ডিসেম্বর নিজের নতুন রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করবেন।
ইতিপূর্বেও তিনি একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছেন বলেও জানা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.