বান্দরবানে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের জেরে ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিনজন ম্রো নারী। সোমবার (১৪ জুলাই) ভোররাতে চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তুমলে (১৭) – রেংথেন ম্রোর কন্যা উরকান (৭১) – মৃত পারাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫) – মৃত মেরাও ম্রোর স্ত্রী
স্থানীয়রা জানান, রাতে এলাকার একটি পুরোনো বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়, এতে পাড়ার বিভিন্ন ঘরে বিদ্যুৎ সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। আতঙ্কিত অবস্থায় ঘরের ফ্যান বা লাইট বন্ধ করতে গিয়ে তিন নারী বিদ্যুৎস্পৃষ্ট হন।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান—
“বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নারী মারা গেছেন। এর মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
এই দুর্ঘটনা বিদ্যুৎ ব্যবস্থাপনার নাজুক অবস্থার প্রতিচ্ছবি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে প্রাকৃতিক পরিবেশ ও রক্ষণাবেক্ষণের ঘাটতি দুর্ঘটনাকে ডেকে আনে। স্থানীয়দের দাবি, পুরোনো ট্রান্সফরমার ও সুরক্ষা ব্যবস্থার অবিলম্বে সংস্কার প্রয়োজন।
Leave a Reply