শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারে হতাশ হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই ব্যর্থতাকে এই হারের মূল কারণ মনে করছেন তিনি। তবে এখনও সুপার ফোরে খেলার স্বপ্ন দেখছেন টাইগাররা, শর্ত একটাই—আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়।
এশিয়া কাপে বাংলাদেশের অবস্থা এখন নড়বড়ে। হংকংয়ের বিপক্ষে সাদামাটা জয়ের পর শ্রীলঙ্কার কাছে বড় হারে চাপে পড়েছে লিটন দাসের দল। ম্যাচের শুরুতেই পাওয়ার প্লেতে তিন গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থ হলে জাকের আলি ও শামীম হোসেন কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। একইসঙ্গে বোলিং বিভাগও ব্যর্থ হয়।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন,
“আমরা এত বাজেভাবে হারব, এটা কল্পনাও করিনি। পাওয়ার প্লেতেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর ১৪০ রান যোগ করার পরও যেভাবে আমরা বোলিং করেছি, তা একেবারেই হতাশাজনক।”
তিনি আরও বলেন,
“দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। এখান থেকে অনেক কিছু শিখতে হবে। এখন টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে, পরের ম্যাচে কেমন পরিকল্পনা নেওয়া যায়।”
শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পরও সুপার ফোরে সুযোগ দেখছেন নান্নু। তিনি বলেন,
“শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ আছে, আমাদেরও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে। সুযোগ এখনও আছে। তবে আফগানিস্তানের বিপক্ষে ভালো রান রেটে জিততে হবে।”
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে বাংলাদেশ দল।
Leave a Reply