বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ শেষে ঢাকা সফর করে ফেরার পর তিনি বলেন, বাংলাদেশ এখন নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন শেষে পরিস্থিতি স্থিতিশীল হলে আঞ্চলিক সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে ভারত।
শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন জয়শঙ্কর। তিনি জানান, মাত্র দুদিন আগে বাংলাদেশ সফর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন।
জয়শঙ্কর বলেন,
“এই মুহূর্তে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাদের নির্বাচনী প্রক্রিয়ার জন্য শুভকামনা জানিয়েছি। আশা করছি, নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে এই অঞ্চলে পারস্পরিক সহযোগিতা ও সুপ্রতিবেশী চেতনা আরও বৃদ্ধি পাবে।”
VIDEO | Chennai: EAM S. Jaishankar (@DrSJaishankar), speaking at an IIT Madras event, says, “I was in Bangladesh just two days ago to represent India at the funeral of former Prime Minister Begum Khaleda Zia. But more broadly, our approach to the neighbourhood is guided by common… pic.twitter.com/8GgEmG1rOz
— Press Trust of India (@PTI_News) January 2, 2026
ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের আশপাশে দুই ধরনের প্রতিবেশী রয়েছে—ভালো ও মন্দ। বেশিরভাগ প্রতিবেশী দেশ মনে করে, ভারতের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি হলে তারাও উপকৃত হবে। ভারতের উন্নয়নের সঙ্গে সঙ্গে গোটা অঞ্চলই এগিয়ে যাবে।
তবে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে ও অনুতপ্ত না হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে এবং সেই অধিকার প্রয়োগ করতে ভারত দ্বিধা করবে না।
তিনি আরও বলেন, “আমরা কীভাবে আত্মরক্ষা করব, তা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের কী করা উচিত বা উচিত নয়—তা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না।”
বাংলাদেশ সফর প্রসঙ্গে জয়শঙ্কর জানান, খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের মাধ্যমে ভারত বাংলাদেশের জনগণের প্রতি সম্মান ও সৌহার্দ্যের বার্তাই পৌঁছে দিতে চেয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.