1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে বড় সুখবর: বিভিন্ন পর্যায়ে মূল্য কমানোর ঘোষণা

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View

দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এসেছে বড় ধরনের স্বস্তির বার্তা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, নতুন করে তিনটি স্তরে ইন্টারনেটের পাইকারি মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ফাইবার অ্যাট হোম’-এর ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে—

🔸আইটিসি (আন্তর্জাতিক টেলিকম সেবা) পর্যায়ে ইন্টারনেটের দাম ১০% হ্রাস পাবে,

🔸আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) স্তরে ১০% এবং

🔸এনটিটিএন (ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক) স্তরে ১৫% মূল্য হ্রাস করা হবে।

এর আগেও ইন্টারনেট খরচ হ্রাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন—আইএসপি লাইসেন্সধারী কোম্পানিগুলোর সংগঠন নিশ্চিত করেছে, ৫০০ টাকায় এখন থেকে ৫ এমবির পরিবর্তে ১০ এমবি ইন্টারনেট দেওয়া হবে। এছাড়াও সাবমেরিন ক্যাবল কোম্পানি আন্তর্জাতিক গেটওয়ের স্তরে ১০% এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০% মূল্য হ্রাস করেছে।

তবে এখনো তিনটি বেসরকারি মোবাইল অপারেটর ইন্টারনেট খরচ কমানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই প্রসঙ্গে ফয়েজ আহমদ বলেন, সরকার ইতোমধ্যেই মোবাইল অপারেটরদের DWDM এবং Dark Fiber সুবিধা দিয়েছে। ফলে ইন্টারনেটের মূল্য হ্রাসে তাদের অংশগ্রহণ এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, সরকার আশা করছে বেসরকারি মোবাইল কোম্পানিগুলো খুব শিগগিরই দুই ধরনের মূল্যছাড় ঘোষণা করবে:
১. মার্চে শুল্ক বৃদ্ধির কারণে বাড়ানো মূল্য কমাবে।
২. পাইকারি পর্যায়ে যে পরিমাণ মূল্য কমানো হয়েছে, তার আনুপাতিক প্রভাব গ্রাহকদের ওপরও পড়বে।

পোস্টের শেষ অংশে ফয়েজ আহমদ উল্লেখ করেন, “বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের মান নিয়ে প্রশ্ন রয়েছে। তুলনামূলকভাবে দাম অনেক বেশি। সরকার গ্রাহকস্বার্থে যথাযথ পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss