বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—ফিফা বিশ্বকাপ ট্রফি আসছে ঢাকায়। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর, যা ১৫০ দিন ধরে ৩০টি সদস্য দেশের ৭৫টি ভেন্যু ঘুরে বেড়াবে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ট্রফিটি ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে কোকা-কোলা বাংলাদেশ।
কোকা-কোলা বাংলাদেশের উদ্যোগেই বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি দেশে আসছে। এদিন ফুটবলপ্রেমীরা খুব কাছ থেকে ট্রফিটি দেখার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত ধারণ করার সুযোগ পাবেন।
ফ্যানদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ক্যাম্পেইন। এতে অংশ নিতে—
এক লিটারের কোকা-কোলা প্রোমো প্যাক কিনতে হবে
বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে
স্ক্যান করলে ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে
ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ–সংক্রান্ত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে
প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। বিজয়ীরা ট্রফির সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগও পাবেন। এভাবে প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জয়ের সুযোগ থাকবে।
কোকা-কোলা জানিয়েছে, এই অফার ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল, ফলে ম্যাচ সংখ্যাও হবে আগের চেয়ে বেশি। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে। স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
Leave a Reply
You must be logged in to post a comment.