বাংলাদেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে অনলাইনভিত্তিক জুয়া কার্যক্রম, যা সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বাড়ানোর অন্যতম কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI-powered) প্রযুক্তি ব্যবহার করে অনলাইন জুয়া কার্যক্রম চিহ্নিত ও নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২৮ মে বুধবার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (PSD) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়—
“অনলাইন জুয়া সংশ্লিষ্ট কোনো গ্রাহক বা মার্চেন্ট রয়েছে কি না, তা সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। প্রয়োজনে এআই প্রযুক্তি ব্যবহার করে এই তদারকি চালাতে হবে।”
এছাড়া, সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের ঠিকানায় সরেজমিন তদন্ত চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা ও প্রচার নির্দেশ
নির্দেশনায় আরও বলা হয়:
সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে
আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে
অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে হবে
এছাড়া, কোনো মার্চেন্ট ব্যবসার জন্য যে ঠিকানা ব্যবহার করছেন, তিনি বাস্তবেও সেখান থেকেই কার্যক্রম চালাচ্ছেন কি না—তাও নিশ্চিত করতে হবে।
এই পর্যবেক্ষণ ও যাচাইয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনা কার্যকর: যাদের জন্য
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং তা পাঠানো হয়েছে:
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারীদের
পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO)
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)
এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) কাছে।
এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনৈতিক প্ল্যাটফর্মগুলোকে নিরাপদ রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে। অনলাইন লেনদেন ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের নির্দেশনা সময়োপযোগী বলে মনে করছেন প্রযুক্তি ও অর্থনীতিবিদরা।
Leave a Reply