আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনও জানিয়েছে বিসিবি। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
এই পরিস্থিতিতে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিসিসিআইয়ের নয়। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইসিসির হাতে।
এর আগে বিসিবি একাধিক চিঠিতে নিরাপত্তাজনিত উদ্বেগ তুলে ধরে অনুরোধ জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।
বিসিবির এই দাবির পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্কিত সিদ্ধান্ত। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। অভিযোগ রয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ইস্যুতে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শুক্রবার (৯ জানুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) কার্যক্রম, যুব ক্রিকেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিথুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এবং সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ।
বৈঠক শেষে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে না খেলার অনুরোধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন,
“এই বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।”
এদিকে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
Leave a Reply
You must be logged in to post a comment.