জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন খুব বেশি দিন হয়নি, তবে লেগ স্পিনার রিশাদ হোসেন ইতিমধ্যে নিজের ছাপ রেখেছেন। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তিনি ৫ উইকেট শিকার করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম।
রিশাদ বাংলাদেশের ওয়ানডে দলে প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ফাইভার নেন। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ২০৭ রানে অলআউট হওয়া টাইগারদের শেষদিকে রিশাদ ১৩ বলে ২৬ রান করেন।
বল হাতে তিনি একাই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ম্যাচের ১২তম ওভারে রিশাদকে আক্রমণে আনা হয়। শুরুতে ৫ বলে ২ রান দিয়ে প্রথম উইকেট নেন—এথানেজকে এলবিডব্লিউ আউট। এরপরের দুই ওভারে আরও চার উইকেট শিকার করেন—কেসি কার্টি, ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড এবং রস্টন চেজকে সাজঘরে ফেরান।
এর আগে তার ১১ ওয়ানডে ম্যাচে সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট। এছাড়া ৫০টি টি-টোয়েন্টি ম্যাচেও ৩ উইকেটের বেশি নিতে পারেননি। তাই এই ফাইভার রিশাদের জন্য স্মরণীয় এক দিন হয়ে থাকবে।