আইপিএল ২০২৬ নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের পরপরই ভারতের বিভিন্ন স্থানে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ঘটনার পর ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।
শনিবার সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন,
“ক্রিকেটারদের নিরাপত্তা বিসিবির সবচেয়ে বড় প্রায়োরিটি। তাদের নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব। বিষয়টি খুব সাম্প্রতিক। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করা হবে। বোর্ডের সঙ্গে বসে বিস্তারিত জানানো যাবে।”
আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সাম্প্রতিক ঘটনাবলির কারণে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, বাংলাদেশও বিকল্প ভেন্যু চাইবে কি না— সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মোস্তাফিজের আইপিএল না খেলা প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, বিষয়টি নিয়ে শনিবার রাত সাড়ে ৯টায় বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভা শেষে বিসিবি আনুষ্ঠানিক অবস্থান জানাবে।
তিনি আরও বলেন,
“আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আইসিসির অধীনে আমরা ইভেন্ট খেলি। মোস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাচ্ছিল— এটুকু তথ্যই আমাদের কাছে আছে। আনুষ্ঠানিক কিছু জানানো হলে আমরা তা গণমাধ্যমকে জানাব।”
উল্লেখ্য, নিরাপত্তা সংশ্লিষ্ট কারণ দেখিয়ে ভারত সরকার মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। কেকেআর এক বিবৃতিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসরণ করেই মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে।
এই ঘটনার ফলে শুধু আইপিএল নয়, ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট আসরে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.