ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার হাজির হচ্ছেন বলিউডের ওয়েব সিরিজে। কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত এই সিরিজের নাম ‘জ্যাজ সিটি’। সম্প্রতি ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর প্রথম ঝলক প্রকাশ করেছে, যেখানে শুভকে দেখা গেছে একেবারেই নতুন রূপে।
প্রথম ঝলকে শুভকে একাধিক লুকে হাজির হতে দেখা যায়—
ধূসর রঙের স্লিম কাট স্যুটে
সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে
সাদা পাঞ্জাবিতে রেট্রো আভায়
প্রতিটি সাজেই ১৯৭০-এর দশকের আবহ ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে চুলের ধরন থেকে শুরু করে পোশাক সবকিছুতেই রেট্রো স্টাইল স্পষ্ট।
‘জ্যাজ সিটি’ সিরিজটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, যা গল্পে বিশেষ মাত্রা যোগ করেছে। শুভর পাশাপাশি ভারতের টালিউড ও বলিউডের পরিচিত অনেক তারকা এতে অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম অভিনেত্রী সৌরসেনি মিত্র, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন।
পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো সেটে, যেখানে প্রতিটি দৃশ্যে ৭০-এর দশকের আবহ তৈরি করা হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, দর্শক যেন সত্যিই ফিরে যান সেই সময়ের কলকাতা ও ঢাকার মিলিত আবহে, সেটিই তাদের মূল উদ্দেশ্য।
Leave a Reply