টালিউডের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ইঙ্গিতপূর্ণ বাকযুদ্ধ শুরু হয়েছে। বিষয়টি সরাসরি না হলেও দুই পক্ষের স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা, গুঞ্জন ও বিশ্লেষণ।
ঘটনার সূত্রপাত শুক্রবার (২৫ এপ্রিল) সকালে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রসিকধর্মী পোস্টে লেখেন:
ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।
যদিও এতে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, তবুও অনেকেই মনে করছেন এটি সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে উদ্দেশ করে লেখা। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও তা জায়গা করে নেয়।
এর জবাবে রাত ১টার দিকে ময়ূখ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখেন:
ভাবিনি ঘরে বসে থাকা একজন অভিনেতার ফ্লপ ক্যারিয়ারকেও আমি আবার আলোচনায় আনব। নিজের সিনেমা বা কনটেন্ট দিয়েও যে সাড়া পান না, তা আজ পেলেন আমাকে নিয়ে লিখে। শুনছি আর চাকরি চুরির টাকায় বানানো সিনেমায় অভিনয় করতে হবে না!
“যদি আমাকে নিয়ে লিখে কারও লাভ হয়, আমি পাশে থাকতে রাজি। তার ক্যারিয়ার ঘুরে দাঁড়াক, ভালো লাগবে।”
শেষে এক প্রকার কৌতুকের ভঙ্গিতে ময়ূখ লেখেন,
আমার কথায় রেগে যাবেন না, সেকু মাকু সোনা আমার। গরমকাল তো, ঠান্ডা ঠান্ডা ডার্মিকুল লাগিয়ে নেবেন।
প্রসঙ্গত, ঋত্বিক চক্রবর্তী বিগ স্ক্রিন ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে টালিউডে একটি শক্ত অবস্থান গড়েছেন। অপরদিকে, ময়ূখ রঞ্জন ঘোষ বর্তমানে ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলের সিনিয়র এডিটর ও ইনপুট প্রধান হিসেবে কাজ করছেন।
সোশ্যাল মিডিয়ায় এ ধরনের রসালো ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে সাধারণ নেটিজেনদের মধ্যেও কৌতূহলের জন্ম দেয়, তা একাধিক মন্তব্য থেকেই স্পষ্ট।
Leave a Reply