1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ফেসবুকে বিতর্কিত পোস্টের পর চাকরিচ্যুত তাপসী তাবাসসুম, গণপূর্তে আলোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৪ Time View

বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জেরে অবশেষে চাকরি হারালেন প্রশাসনের বিতর্কিত মুখ তাপসী তাবাসসুম ঊর্মি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে কটাক্ষপূর্ণ বক্তব্য এবং ‘কাউন্টডাউন শুরু’ মন্তব্যের জেরে তাকে সরকারিভাবে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিভাগীয় মামলায় ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাপসীকে গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি সাম্প্রতিক সময়ে সহকারী সচিব হিসেবে ওএসডি (Special Duty) অবস্থায় ছিলেন এবং পূর্বেই সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন।

সামাজিক মাধ্যমে আলোচিত সেই ফেসবুক স্ট্যাটাসে তাপসী লিখেছিলেন—

“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

এই পোস্টে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব, ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকাসহ সাম্প্রতিক রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে কটাক্ষ করা হয়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং প্রশাসনিক মহলে সমালোচনার জন্ম দেয়।

শুধু ওই পোস্টেই থেমে থাকেননি তিনি। শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষাবলম্বন করে একাধিক স্ট্যাটাসও দিয়েছিলেন এই প্রশাসনিক কর্মকর্তা।

জনপ্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন প্রকাশ্য রাজনৈতিক অবস্থান ও রাষ্ট্রবিরোধী মন্তব্য ‘গভীর শৃঙ্খলা ভঙ্গের শামিল’, যা প্রশাসনের নিরপেক্ষতা ও দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss