ফিফা বছরের শেষ হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। নতুন তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে বছর শেষ করেছে ডে লা ফুয়েন্তের দল।
১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর যথাক্রমে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট) শীর্ষ পাঁচে অবস্থান করছে। উল্লেখযোগ্য বিষয় হলো—র্যাঙ্কিংয়ের প্রথম ৩৩টি স্থানে কোনো পরিবর্তন হয়নি।
এশিয়ান ফুটবলে বাংলাদেশের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা আগের মতোই ১৮০ নম্বরে আছে। তবে পয়েন্ট সামান্য কমে ৯১১.১৯ থেকে দাঁড়িয়েছে ৯১১.১-এ।
সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ দল।
এই হালনাগাদে সবচেয়ে বেশি উন্নতি করেছে ভিয়েতনাম, তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে। বিপরীতে বড় ধাক্কা খেয়েছে মালয়েশিয়া—পাঁচ ধাপ পিছিয়ে দেশটি এখন ১২১ নম্বরে অবস্থান করছে।