এশিয়া কাপে মাঠের লড়াই যতটা না জমছে, ততটাই উত্তেজনা তৈরি হচ্ছে ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে ঘিরে। গ্রুপ পর্বে হ্যান্ডশেক বিতর্কের পর এবার নতুন করে আলোচনায় এসেছে ফখর জামানের আউট।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ফখরের আউটকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়। ব্যাট হাতে দারুণ শুরু করা ফখর ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ভারতের উইকেটকিপার সাঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন। তবে রিপ্লেতে দেখা যায় বল স্যামসনের হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছে কি না তা স্পষ্ট নয়। অস্পষ্ট রিপ্লে থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে আউটের সিদ্ধান্ত দেন।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ফখর নিজেও। পাকিস্তানি সমর্থক ও সাবেক ক্রিকেটাররা দাবি করেছেন, আউট দেওয়ার মতো পরিষ্কার প্রমাণ সেখানে ছিল না। তারা প্রযুক্তি ব্যবহারের ধরণ ও সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ দাখিল করেছে। আইসিসি ইতোমধ্যে অভিযোগটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ারিং সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের অভিযোগ প্রকাশ্যে এল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে অভিযোগ তুলেছিল তারা।
ফখরের আউট এখন টুর্নামেন্টের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সামনে আবার দুই দল মুখোমুখি হলে আম্পায়ারিং নিয়েই হয়তো নতুন করে বিতর্ক দেখা দেবে।
Leave a Reply