বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৫২৭ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৫৭৩ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৮ জন নারী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেটে এই তথ্য জানানো হয়েছে।
প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে—মোট ৩৮ হাজার ৩৭৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন যুক্তরাষ্ট্র থেকে, যেখানে আবেদন করেছেন ১৯ হাজার ২২৭ জন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানা গেছে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ইসি জানায়, ১৮ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে বিশ্বের সব দেশের জন্য নিবন্ধন উন্মুক্ত থাকবে।
ইসি প্রবাসী বাংলাদেশিদের সঠিক ঠিকানা দিয়ে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে, যেন ব্যালট পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা না হয়।
এছাড়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) সুবিধা চালুর বিষয়েও ইসি কাজ করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.