সদ্য দায়িত্বপ্রাপ্ত পোপ লিও চতুর্দশ তাঁর প্রথম রবিবারের বার্তাতেই বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঐতিহাসিক লগজিয়া থেকে ভাষণ দিতে গিয়ে তিনি গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
নতুন পোপ তাঁর বক্তব্যে প্রয়াত পোপ ফ্রান্সিসের চেনা সেই অনুরণিত আহ্বান— “আর কখনও যুদ্ধ নয়”— পুনরাবৃত্তি করেন। তিনি বলেন,
“তৃতীয় বিশ্বযুদ্ধ যেন টুকরো টুকরো দৃশ্যে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। আমি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর উদ্দেশে বলছি—আর কখনও যুদ্ধ নয়।”
পোপ লিওর বক্তব্য শুনতে প্রায় এক লাখ ধর্মপ্রাণ জনতা সমবেত হয়েছিলেন সেন্ট পিটার্স স্কোয়ারে। ইতালি, ল্যাটিন আমেরিকা ও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীরা ঐতিহাসিক লগজিয়ার নিচে দাঁড়িয়ে শান্তির এই আহ্বানকে স্বাগত জানান।
তিনি বলেন,
“আমি ইউক্রেনের প্রিয় জনগণের কষ্ট হৃদয়ে ধারণ করছি। এই যুদ্ধের অবসান এবং ন্যায্য, বাস্তব ও স্থায়ী শান্তির জন্য বিশ্ব নেতৃবৃন্দকে আলোচনার টেবিলে আসতে হবে।”
পোপ লিওর এই বার্তা আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র-সমর্থিত কূটনৈতিক প্রচেষ্টাও ইউক্রেন সংকট সমাধানে কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছে।
গাজার পরিস্থিতি নিয়েও পোপ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
“আমি গাজায় চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি দেখে ব্যথিত। বেসামরিক মানুষের দুর্ভোগ আর নয়—মানবিক ত্রাণ অবিলম্বে পৌঁছাতে হবে। সেইসঙ্গে, হামাসের হাতে আটক সকল জিম্মির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।”
প্রসঙ্গত, গাজার ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৫২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,২০,০০০ আহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু। তবুও আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় খাদ্য, পানি ও ওষুধসহ সকল মানবিক সহায়তা বন্ধ রেখেছে।
পোপ আরও বলেন,
“গাজা বা ইউক্রেন নয়—বিশ্বের বহু প্রান্তে সংঘাত আজ আমাদের বিবেককে প্রশ্ন করছে। সেইসব নিরব যুদ্ধের চিত্রকেও আমাদের সামনে আনতে হবে।”
উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের মৃত্যু (২১ এপ্রিল) পর ৮ মে পোপ নির্বাচিত হন লিও চতুর্দশ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ। তার নেতৃত্বের প্রথম সপ্তাহেই শান্তি ও মানবিকতা নিয়ে স্পষ্ট অবস্থান নতুন এক আশা জাগিয়েছে।
শনিবার, দায়িত্ব গ্রহণের পর লিও সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের সমাধিতে প্রার্থনা করেন, এবং রবিবারই প্রথমবারের মতো জনসমক্ষে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
Leave a Reply