দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম লিটারে ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এই দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এ ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
এদিকে, জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
Leave a Reply
You must be logged in to post a comment.